নারীর সম্মান নিয়ে কত মিটিং, মিছিল, কত দাপাদাপি
সারা দেশ জুড়ে ছিঃ ছিঃ রব আর লেখালেখি।
অশান্তির লেলিহান শিখা জ্বলে সমগ্র বিশ্বজুড়েই
কিন্তু কোথায় সম্মান? নারী আছে সেই তিমিরেই।
একদিন যার স্তন্যপান করে আলো দেখেছিলে পৃথিবীর
পূর্ণ হয়েছিলো তোমার অস্তিত্ব, তোমার নধর শরীর।
সে তোমার গর্ভধারিণী, তোমার আদি ও উদ্ভব
জাগিয়েছিল তোমার প্রাণে সুখ দুঃখের অনুভব।
দশমাস দশদিন ছিলে মাতৃজঠরে, দিয়েছ কি দাম?
জানতে চেয়েছো কখনো তার কিসে হয় অপমান?
সে নারী কখনো স্ত্রী, কখনো বোন, কখনো বা মেয়ে
ফোঁটা দেয় রাখী বাঁধে বোন ভাইয়ের কল্যাণে।
যুগে যুগে নারী লাঞ্ছিতা, বিবর্জিতা, বিপন্না হয়েই থাকে
কী লজ্জা! সভ্যতা এগোচ্ছে বটে কাগজে-কলমে।
রোজগেরে নারীও পায় না যোগ্য বিচার।
একুশ শতকে দাঁড়িয়েও তাকে মানতে হয় হার।
দানব-দলনী মা, একবার ফিরে এসো, দেখা দাও
নরপশুদের চিহ্নিত করে ফাঁসির দড়িতে ঝোলাও।
বাতাস ঘুরছে চারিদিকে শুধু হিংসার ফাঁদে
প্রতিবাদী মনটা তাই ঘরে বসে বসে কাঁদে।