ঈশ্বর তুমি শেষ বারের মতো বলো
সত্যের পিঠে আর কত বোঝা চাপিয়ে দেওয়া যাবে
যেখানে নিখুঁত ভাবে বলে দেওয়া যাবে
মিথ্যের আর কোনো অবকাশ খোঁজা
বিড়ম্বনার সামিল।
সত্যকে রাখো হাঁড়িকাঠে আর মিথ্যাকে মুক্তি দিও,
ঈশ্বর মিথ্যাকে গলায় পরে গাছে চড়ে
ঝরা পাতাকে বলবে,
পাতা তুমি না ঝরে আমায় আগলে রেখো।
আগলে রাখলেই কি সব অন্ধকার ঢাকা পড়ে যায়!
বাঁচো, অন্ধকারে তাকিয়ে বাঁচো।
কালসিটে পড়া নগ্ন শরীরে ধুপধুনোর গন্ধ ছড়িয়ে বিলাসিতা এনে
বোলোনা ওই শরীরে এখনও সতীত্ব বেঁচে আছে!
কালের গভীরে কতোটা জেগে আছো?
এক বুক কান্না যখন চোরাবালিতে মুখ লুকিয়ে ছিলো,
এক আকাশ কুয়াশায় এক পৃথিবী শূন্যতা
নিয়ে তুমিও নেমেছিলে বৈধতার প্রশ্নে।
জলের ওপর গন্ডী এঁকে প্রমাণ জড়ো করো
নাস্তিকের বুলি নামাবলী হয়ে ভিক্ষের ঝুলিতে
পথ খুঁজে নেবে।
গন্তব্যের প্রকোষ্ঠে চোখ রাখো
দেখবে তুমিও সেই মিছিলের কান্ডারী।