কবিতা

অমানবিক



ডঃ ভারতী বন্দোপাধ্যায়


অনেকদিন পর কালো মেঘের নৌকা
অনেকদিন পর আকাশ ভাঙ্গা বৃষ্টি
অনেকদিন পর রিমিঝিমি ভিজে যাওয়া,

কালরাত্রে প্রতিবেশীর বাড়িতে আগুন
অগ্নি দগ্ধ হয়ে মৃত সদ্যবিবাহিতা বধূটি
একে পণপ্রথার শিকার বলছেন কেন?
হয়তো নিছক আত্মহত্যা, এমন তো কতই হয়,
কাগজের খবর, ফিশ প্লেট সরে জখম এক্সপ্রেস ট্রেন
দুর্ঘটনার শিকার রাজনৈতিক নেতার হাওয়াই যান
এদের চক্রান্ত বলছেন কেন?
হয়তো নিছক দুর্ঘটনা, এমন তো কতই হয়,

শিল্পী ঈশ্বর আঁকতে চেয়েছিলেন
শিল্পী শয়তান আঁকতে চেয়েছিলেন,
ঈশ্বর শয়তান, সময়ের এপার ওপার
শিল্পীকে অনুরোধ, ঈশ্বর বা শয়তান নয়
মানুষ আঁকুন তিনি।