‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
নিজের ভিতরে এত অহংকার! ঘৃণার পাহাড়!
জীবন নিয়েছে কেড়ে সমস্ত সুযোগটুকু
ভালবাসবার।
আদরের হিম রাতে উষ্ণতার মেলে না সন্ধান;
বিরহের ভিড় বাড়ে, রূপকথা জুড়ে শুধু
একা অভিমান।
সব শোক এলোমেলো, অতৃপ্তির চলেছে তান্ডব;
প্রতিবিম্ব ভেঙে যায়, সব কথা ইদানিং
মিছে কলরব।
দুজনেই অসহায় তবু হাত বাড়ানোর দায়
কারো নেই; অসময়ে শুধু কিছু কোলাহল
শোনা যায় প্রায়।
ঘুমিয়ে থাকার পর প্রায়শই জেগে ওঠে ক্ষোভ;
অতৃপ্তির অসন্তোষে অভিমান কথা বলে,
কথা বলে লোভ।
প্রতিটি মানুষ লোভী, আতঙ্কিত একাকী বাঁচায়;
ডানা মেলে ওড়ে তবু আঁকছে আকাশ যেন
সোনালি খাঁচায়।