‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আটাত্তর বছরের পলিত সকাল
নিয়ত যাপনে চেনা, প্রতিদিন দেখা
মিলেমিশে বেঁচে থাকা দিন গুনে সাল,
তামাটে চৌচির শরীরের বলিরেখা।
দুচোখ আকাশ খোঁজে পতাকা উড়ান,
মিছিলে ফানুস ওড়ে স্বপ্ন চোখে মুখে
অভিযান থেমে নেই ছুটেছে তুফান
তিন রঙ আমি তুমি বাঁচাবই রুখে।
শোনো দেশ, পাশে থেকো সরাতে আঁধার
চারপাশে ঘেরাটোপ ভেতর বাহির,
মুঠো হাতে উচ্চারণে প্রত্যয় সবার
স্বাধীনতা খেলা নয় করেছে জাহির।
এখনো সজীব তবু অশীতি বছর
আসবে, বিশ্বাস, ফুল ফোটার খবর।