‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
দীর্ঘস্থায়ী যুদ্ধ, করোনা, প্লেগ, বন্যা, সুনামী,
মহামারীর কারণে সারা পৃথিবীব্যাপী হাহাকার
খাদ্যসংকটের কারণে দুর্ভিক্ষ দেখা দেয়।
কিছু থেকে বহু মানুষ মারা যায়
একটি দেশের শরীরের চামড়ার রন্ধ্রে রন্ধ্রে
তৈরি হয় দুর্ভিক্ষের ক্ষত...
ধীরে ধীরে ক্ষত মিলিয়েও যায়
তেমন দুর্ভিক্ষ থেকে আপাতত মুক্ত হলেও
আমাদের বিবেক, মনুষ্যত্ব, ন্যায়নীতি, আদর্শ,
সততা ও চেতনায় যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে
তার শেকড় আজ অনেক গভীরে...
এ দুর্ভিক্ষের ক্ষত কর্কটরোগে আক্রান্ত
নিরাময় হবে কিসে?