কবিতা

খুব প্রয়োজন



অজিত কুমার রায়


কিছু কিছু বাঘ জন্মানো দরকার
যাদের হুংকার এবং সাহসিকতা অনুসরণ করা যেতে পারে
আজকাল জংলি ভাল্লুক, বিষাক্ত সাপ এবং অজগরের প্রাদুর্ভাব
আজকাল শেয়ালের দৌরাত্ম্য খুব বেড়েছে
কিছু বাঘ জন্মানো খুবই প্রয়োজন

কজন নেতা দেশের জন্য নিবেদিত প্রাণ
সুভাষ চন্দ্রের মতো একজন নেতার আজ
প্রয়োজন
দেশের জন্য বিরাট চাকরি, সংসারের সুখ ত্যাগ করে অঙ্কুশের পথে
হাঁটতে পারেন যিনি, গোলাপ যার প্রেরণা,
তেমন নেতাই পৃথিবীর প্রয়োজন

মৃত্যু অবধারিত জেনেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারে, তেমন যুবক যুবতী
আজকের
ক্ষমতার জন্য টালমাটাল সময়ে খুবই জরুরি,
বটগাছ আশঙ্কাজনক
হারে কমছে! বটের চারার যত্ন নেওয়া
এই অতি দুঃসময়ে খুব প্রয়োজন।