কবিতা

পেটের দায়



ইতিকা সাহা


দ্বিপ্রহর গড়িয়ে যায় -
পিচঢালা রাজপথ খাঁ-খাঁ করতে থাকে
স্পর্শকাতর হয়ে ওঠে সহনশীলতা
ঠুংঠাং শব্দে খালি পা চলতে থাকে
পেটের দায় বোঝা বয় ক্লান্ত হয়ে
উষ্ণ নিঃশ্বাস ঝরে পড়ে মাটিতে নিশ্চুপে
দেখে না কেউ অ-মায়ায় এমনিই শুকিয়ে যায়
ক্লেদগ্লানি পুড়িয়ে ছাই হয় অস্তিত্বের শেষ চিহ্নে
ধীরে ধীরে বেলা পড়ে আসে
সূর্যতপস্যা অবসিত প্রায় ডুবন্ত বেলায়
তপ্ত হুতাশনে লিপ্ত তখনও রাজপথ
এক চিলতে ছায়ানীড় মাথা গোঁজে ফুটপাতে
দিনশেষে হয়তো খুঁজে নেয় বেঁচে থাকার আশ্রয়...!