কবিতা

প্রমাণ



চিরঞ্জীব হালদার


প্রমাণ লোপাট ঘাপলা বাজি
প্রমাণ দেবেন সিবাল কাজি।
বেশ করেছি প্রমাণ করুন
নাক না পান পাবেন নরুন।

বেসিন ভাঙা ইটের দেওয়াল
আজকে ছিল থাকবেনা কাল।
সব কিছুতে বৈজ্ঞানিক
প্রমাণ লোপাট সততই ঠিক।

তথ্য প্রমাণ লোপাট লোপাট
ঘাপলাবাজির বসেছে হাট।
হাট বসেছে শূক্রবারে
পলিগ্ৰাফি করবে কারে।

একটা দুটো কামদুনী
রাম না রহিম সব মুনি।
প্রতি মৃত্যু লাখ দশেক
ধনঞ্জয় ও আমরা ফেক।

যতই করুন নাচন কোদন
আমরা বিজয় আমরা বোধন।
প্রমাণ লোপাট ঘাপলা বাজি
প্রমাণ দেবেন সিবাল কাজি।