‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
স্বপ্নগুলো রঙ বদলে ঢুকে যাচ্ছে সবুজ বাগানে
সকলেই নিমগ্ন আজ বাগান পরিচর্যায়।
এরকম তো কথা ছিলোনা
এদিকে মিছিলের দাবিতেও মিছিল নেই, শুধু আস্ফালন।
ফেসবুক আর ড্রয়িংরুমের আঁচলে ক্ষত বিক্ষত স্বপ্নেরা বন্দীদশা থেকে মুক্তি চাইছে।
ওদিকে সবুজ অন্ধকারে হতবাক জল্লাদেরা প্রহর গুণছে কখন কোথায় কিভাবে হানবে আক্রমণ।
এখন স্বপ্নেরা হঠাৎ কেন ঢুকে পড়ছে বাগান পরিচর্যায় ঠিক বোঝা যাচ্ছেনা।