কবিতা

স্বপ্নেরা



তাপস সরখেল


স্বপ্নগুলো রঙ বদলে ঢুকে যাচ্ছে সবুজ বাগানে
সকলেই নিমগ্ন আজ বাগান পরিচর্যায়।

এরকম তো কথা ছিলোনা
এদিকে মিছিলের দাবিতেও মিছিল নেই, শুধু আস্ফালন।

ফেসবুক আর ড্রয়িংরুমের আঁচলে ক্ষত বিক্ষত স্বপ্নেরা বন্দীদশা থেকে মুক্তি চাইছে।

ওদিকে সবুজ অন্ধকারে হতবাক জল্লাদেরা প্রহর গুণছে কখন কোথায় কিভাবে হানবে আক্রমণ।
এখন স্বপ্নেরা হঠাৎ কেন ঢুকে পড়ছে বাগান পরিচর্যায় ঠিক বোঝা যাচ্ছেনা।