‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একটা দেশ আমাদের পূর্বপুরুষের ফেলে আসা জন্মভূমির দেশ
সেখানে আজও খুঁজি পলিমাটি শিকড়ের ঘ্রাণ
আত্মীয়তার আশ্চর্য মায়াটান;
একটা দেশ আমাদের মাতৃভাষার দেশ
হৃদয় জুড়ে জেগে আছে বাংলা ভাষার একুশের গান;
একটা দেশ আজ শুধুই মৃত্যু উপত্যকা
হিংসার উল্লাসে উন্মত্ত ভাইয়ের রক্ত স্নান;
ধর্মের গোঁড়ামি আর দাঙ্গার আগুনে
পুড়ে যেওনা পিতৃ-মাতৃভূমি প্ৰিয় বাংলাদেশ
সবার হৃদয়ে সম্প্রীতির স্বপ্ন বাঁচাও অনিঃশেষ
তোমার দুঃখে আমাদেরও হৃদয় পোড়ে
বাংলাদেশ প্রিয় বাংলাদেশ।