কবিতা

প্রভাতী সুর



অচিন্ত্য সাহা


পড়লো বুঝি আকাশ ভেঙে
অঝোর ধারায় বৃষ্টি,
সকালবেলায় বান ডেকে যায়
নতুন নতুন সৃষ্টি।

নদীর বুকে উঠলো মাতন
বইছে বাদল হাওয়া, 
আজ প্রভাতে বন্ধু তোমায়
নতুন করে পাওয়া।

প্রভাত সখা সূর্য আমার
লুকায় যে কোন মেঘে,
তোমায় দেখে বাদল বাতাস
খুব গিয়েছে রেগে।

আমি বলি বাউল বন্ধু
গাও গো উদাস সুরে,
পৌঁছে যাবে মনের খবর
কাছে কিংবা দূরে।

অঝোর ধারায় বৃষ্টি নামে
বিজয় কেতন গানে,
নগর মুখে হাঁটছে শহর
তিলোত্তমার টানে।

বৃষ্টি তুমি অঝোর ধারায়
যতই বাদল ঢালো,
সূর্য সখা জাগলে আবার
ফুটবে নতুন আলো।

প্রভাতী সুর সবার মনে
জাগায় নতুন আশা,
ছিন্ন পাতায় রক্ত আগুন
মুক্ত প্রাণের ভাষা।

শিল্পীঃ মণীষ দেব