কবিতা

ধর্ষিতা



ভারতী পাল


আমিও কি ধর্ষিতা নই
কখনো শরীরে, কখনো বা মনে?
তবু আচ্ছন্ন চেতনায় খুঁজি সারাক্ষণ
ভালো থাকার নিরন্তর সুদিন।
আশ্রয় মানে শুধু খাওয়া-পরা নয়,
বেলাশেষে একটু নির্ভরতা, বিশ্বাস, একটু ছুঁয়ে থাকা।
শূন্যতার ক্যানভাসে স্বাদহীন এই পথ পরিক্রমা।
হারিয়ে যাচ্ছে ক্রমশ স্বপ্ন দেখার চোখ,
তাই থামতে চাই ছুটন্ত সময়ের ভিড়ে
যা বিগত, বিলীন, তাকেই আঁকড়ে ধরে।
জানি, ভুলপথে হেঁটে যাওয়া মূর্খামি বটে।
দিনবদলের আশে সোচ্চার হলে
বন্দী হই আবারও মিথ্যা ষড়জালে।
পরাধীন আমি, অন্যের বশংবদ তাও জানি
তবু এগিয়ে যেতে হয় নিজেকে ভালো রাখব বলে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।