আবার এসেছো একটা বছর পর
এখানে... এই পোড়া-বাঙালীর ইতর আঙিনায়
ধু-ধু মাঠ, শূন্য চরাচর... অসত্যের হাত ধরে
মনুষ্যত্ব তিলতিল, শুধু পোকা কিলবিল
এ অন্তরে শুধু ভালোবাসা পোড়ে স্বার্থান্ধ হাওয়ায়...
তোমার অমল ডাক দেয়, বলে অসৎ বাঙালী
শুধুই মূঢ়তা কেন বিদ্বেষ, আদর্শ জলাঞ্জলি!
এখন, আমাদের উত্তর-পুরুষ নারকীয় জটলায়
মৃত্যুর হোলি 'শবনম স্বাদ' ধ্বংসের গান গায়।
বামন-বিকেলগুলো বিষবাষ্প বয়ে আনে
সভ্যতার ব্রুটাস সুধার বোতল ছোঁড়ে গানে গানে...
এখন বাঙালী শুধু গান আর কবিতায় -
দগদগে রাজনীতি পোড় খাওয়া আঙিনায়।
এখন পদ্ম পলাশ গোলাপেরা গান গায়
মৌমাছি গুনগুন অন্তরে বিষবাষ্প ছড়ায়...
ফিরে যাও বরং ফিরে যাও বৈশাখ -
যত মৃত্যু আর হাহাকার দিয়ে যায় ডাক
রঞ্জন নন্দিনীরা সুধাকে করুক সাথী
যারা মানুষ, মনুষ্যত্ব বোঝে, বেদনা বুকে ধরে
যাপনে আনুক শুধু অমানিশা রাতি...
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।