‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তুমি হাসলে ঝর্ণা ঝরে
কাঁদলে তুমি বৃষ্টি পড়ে।
তোমার ভালোবাসায় রামধনু হয়
আসলে কাছে মনটা বর্ণময়।
তোমার বিষন্নতা আঁধার আনে
খুশিতে আসে স্বস্তি প্রাণে।
তুমি দিনের শুরু রাতের স্বপন
তোমার স্পর্শ পাই অনুক্ষণ।
তুমি কল্পনা তুমিই ভাবনা
প্রতিক্ষণে করি মনে কামনা।
তুমি কবিতা ছন্দ তুমি সুর
তোমার ভালোবাসা প্রেম মধুর।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।