কবিতা

আমি হৃদয় বলছি



তাপস দেবনাথ


দেখনদারি দেহটার মধ্যে কোথাও কি আমি আছি?
দরজা-জানলাগুলি খুলে দেখ না
সেখানে আমার স্থান কি এখন শূন্য?
না ওই মহাশূন্য মহাকাশের মতো ফাঁকা হয়ে আছে
আমি বিবেক...
প্রশ্ন জাগে আমার, কখন জানো?
অক্লান্ত প্রশ্নের কৃষ্ণকায় অনুভূতি
সারা আকাশ জুড়ে দিবানিশি
আমার সারা দেহ জুড়ে কালো রাত্রের প্রবাহ ফেলে যায়...
তখন!

ভোরে পূর্ব আকাশ লাল আভাতে জ্বলে ওঠে না আর।
হৃদয় পোড়া কালো ছাই
ছড়িয়ে যায় সারা আকাশ জুড়ে।
ধূসর মেঘাচ্ছন্নতা বিষন্ন করে তোলে দিক্বিদিক...
বিবেকের ভালোবাসারা বুক চিরে বেরিয়ে এসে বিপ্লব করে।
আদিম সত্যের চিরপুন্যতা কেড়ে নিয়ে গেছে যারা
স্বার্থপরতা রণ অহংকারে দুর্দান্ত প্রতাপ দেখাতে দেখাতে...
সভ্যতার দায় ঠেলে ঠেলে আর কত নিচে নামা যায়...
তার প্রতিযোগিতা আজ চারিদিকে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে।
সত্যের শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে মিথ্যার প্রাচীর গড়তে চাওয়া
সেই সত্যের ভেতরে আমি বিবেক কোথায় দাঁড়িয়ে আছি?
আমি নিজেকে দেখতে না পেয়ে স্তম্ভিত!

আমি আমার আমিকে ফিরিয়ে আনতে চাই...
আমি বিবেক...
দেখনদারি দেহটার মধ্যে আমার একটু স্থান তৈরি করতে চাই।

আমি বিবেক বলছি,
শুনছো কি তোমরা...
তোমাদের তোমরা কি আমার জন্য তোমাদের দেবগৃহে এক টুকরো জায়গা করে দেবে?
আমি তোমাদের ভেতরে বসবাস করতে চাই!