কবিতা

চুপ কথা হৃদয়ে



তুষার ভট্টাচাৰ্য


সারাদিন চুপ কথা হৃদয়ের তাঁতঘরে
নীরবে বেজে যায় অশ্রু নদীর গান
শ্রাবণ মেঘের ডানায় উড়ে যায় না
বুক চাপা গূঢ় অভিমান;
তবুও ও দখিন জানালায়
যদি কখনও ভেসে ওঠে শ্রীময়ীর
টলটলে পানপাতা মুখ
তবে মুহূর্তে সেরে যায়
ব্যর্থ ভালবাসার মনের অসুখ।