‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সারাদিন চুপ কথা হৃদয়ের তাঁতঘরে
নীরবে বেজে যায় অশ্রু নদীর গান
শ্রাবণ মেঘের ডানায় উড়ে যায় না
বুক চাপা গূঢ় অভিমান;
তবুও ও দখিন জানালায়
যদি কখনও ভেসে ওঠে শ্রীময়ীর
টলটলে পানপাতা মুখ
তবে মুহূর্তে সেরে যায়
ব্যর্থ ভালবাসার মনের অসুখ।