কবিতা

চরিত্র বিষয়ক



সুস্মেলী দত্ত


চুড়ান্ত এক নদীর ভিতর চুড়ান্ত এক মন
ভাসছে নৌকো ভাসছে অমোঘ অলীক দুর্যোধন

জোয়ার ভাঁটায় উলঙ্গ কাল সকাল-সন্ধ্যে ডুব
যাবজ্জীবন সামাল সামাল মাঝির সে দল ঝুপ।

কাঁপছে ঈশান পুড়ছে ফাগুন রঙ্গ উঠুক জমে
যাহোক তাহোক খেল মাদারির জীবন্ত লাশ হোমে

ভুলের পরেও ভুলের প্রাসাদ তাক ধিনা ধিন নাচ
জলের কুমির জলেই থাকুক বাঁচুক কাল ও আজ।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।