কবিতা

আবাহন



সমীরণ কুন্ডু


তরল উদযাপন বলতে শান্তি ভীষণ
স্পর্শকাতর। বিষয়গুলির চোখে-মুখে
স্বাভাবিক ব্যাপারটুকু ছিলোই। বাকী —
অস্বাভাবিকতার সমগ্র জুড়ে মহাবিশ্ব।
যেহেতু আমাদের কাছে বোতাম সাজানো।
এবং হস্তক্ষেপের সুযোগ নেই। রং-য়ের
সাজুয্যে ভ্রান্তি এড়ানো যাবে না। অখণ্ড
অবসর নিয়ে কাকে জানাবো মুহূর্তের হিসেব-নিকেশ
সাম্যের বীজ, সবুজ পেলব আভা। দু-দণ্ড
সেখানেও সুগন্ধি ফুটুক।