‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমার জন্য এনো গামলা চারেক অন্ধকার
মুঠোর মধ্যে আকাশ নিয়ে ডুবিয়ে রাখো ঘাড়।
এখন যদি প্রশ্ন করো তিন গামলা কাকে
ভুলেও তুমি হাত দিও না ধর্মের ওই চাকে।
দ্বিতীয়টাতে ভরেই রাখো নিঝুম কাজলদানি
কৌতুহল আর প্রশ্নগুলো টানতে থাকুক ঘানি।
চতুর্থ আর তৃতীয় জনা থাক কোট আনকোট
অন্ধকারকে ঘাঁটালে হিসাব ঘুলিয়ে যাবে ভোট।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।