‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
গোপন রাখলে ভয়
শূন্য আশঙ্কা ঝোলে
কৌতূহল নির্জনতা পায়
অবসর খোঁজে কামার্ত চোখ
কাছাকাছি এসেও
স্পর্শ পায়না দেহ
উন্মুক্ত হয় অবয়ব ছায়া।
গোপন রাখলে মায়া
স্মৃতির জড়ানো মানসলোকে
তখন অনাসক্ত ক্রোধ খেলা করে
অকাল বৃষ্টির অপেক্ষায়
প্রতীকী সুন্দর এসে দাঁড়ায় সহসা
অদ্ভুত আকর্ষণে তোলপাড় হয়
মোহময় আকাশ।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।