যুবতী ঝরনার প্রত্যাশাগুলো দার্শনিক হয়ে ওঠে
গুনগুন ভ্রমরেরা ভাসে সোহাগী রোদ্দুরে
ব্যাকুল উচ্ছ্বাস ডানা মেলে চাইছে উড়তে
গুনগুন ভ্রমরেরা পুলকে নাচে
পথ চেয়ে আছি নির্জন সৈকতে
কিছু সুখবরের আশায়।
অসহায় কোলাহলে মত্ত বিষাদ বারান্দা
ছেয়ে গেছে নিরিবিলি সংলাপে
মরণের ফেরেস্তারা আসে।
বুকে জমা হয় নীরব আকুতি
ছায়া পড়ে অসহিষ্ণুতার
ক্রমশঃ দীর্ঘ হয় ছায়া
অচেনা পাখিরা ঝরনার জলে করে স্নান
বিমূঢ় শূন্যতার বাগানে উড়ে যায় উচ্ছ্বাস।
শিকারির গুলতি এসে পড়ে মাথায়
বিমূর্ত আক্রোশ ঝাঁপিয়ে পড়ে অসহিষ্ণুতার বাগানে
কেঁপে কেঁপে ওঠে
নড়ে ওঠে বিশ্বাসের ভিত।
ঝরে পড়ে আক্রোশ
বিশ্বাসের ঘরবাড়ি শোনে বিসর্জনের বাজনা
ক্ষতবিক্ষত ইচ্ছেরা আলিঙ্গন করে মৃত্যুকে।
শূন্য আকাশ জুড়ে খেলা করে অসহিষ্ণুতার ছায়া,
আধপোড়া চাঁদের আলোয় দেখি বিবর্ণ শৈশব।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।