কবিতা

পথ্য



কণীনিকা চক্রবর্তী


প্রিয় দেখো, তোমার জন্য সেজেছি।
চুড়ো করে খোঁপা বেঁধেছি, লাগিয়েছি ভুরুর মধ্যে টিপ।
পড়েছি সবচেয়ে পছন্দের শাড়িটি।

পড়ন্ত বেলা আছে পশ্চিমে।
এখন কি এত সাজ মানায়?
অলস প্রহরে শুয়ে ভাবি
আর টুপটাপ গোলাপের পাঁপড়ি ঝরে পড়ে।

ওষুধ, স্যালাইন, অক্সিজেন এই সব পেরিয়ে
এই যে আমি সাজছি, লিখতে চেষ্টা করছি,
এসবই আমার রেমেডি, পথ্য।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।