‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
নগর ছেড়েছি তবু নগর গলিতে
খুঁজে চলি আদিম সভ্যতা।
বিজ্ঞাপনের আলো আর হাইওয়ের নিঃসঙ্গতাই শুধু শেষ কথা নয়,
গালিব সরণি ছুঁয়ে থাকা মানুষের ভিড়ে
নগর হৃদয়ে ভায়োলিন বাজে তবু...
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।