কবিতা

প্রত্যাবর্তন



মৌতুলি নাগ সরকার


নগর ছেড়েছি তবু নগর গলিতে
খুঁজে চলি আদিম সভ্যতা।
বিজ্ঞাপনের আলো আর হাইওয়ের নিঃসঙ্গতাই শুধু শেষ কথা নয়,
গালিব সরণি ছুঁয়ে থাকা মানুষের ভিড়ে
নগর হৃদয়ে ভায়োলিন বাজে তবু...

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।