কবিতা

জাত কিসের?



অলোক মুখার্জী


জাতের কথা সরিয়ে রেখে
মানুষটাকে বিচার কর,
সে যদি হয় জ্ঞানী গুণী
দু'হাত দিয়ে জড়িয়ে ধর।

জাতের বিচার নোংরা বড়
বিভাজনে প্রেরণা দেয়,
গুণী মানুষ বিভেদ ভুলে
উন্নয়নের শপথ নেয়!

বাঁচার জন্য খাদ্য চাই,
শিক্ষা চাই সাথে।
জাত ভুলে চাই মাথায় ছাদ
নিদ্রা যেতে রাতে!

অতীত যদি খুঁটিয়ে দেখ
দেখবে কত শিল্পকাজ,
মানুষ ছিল প্রচুর গুণী
শিল্পলোকে করত রাজ!

স্রষ্টার হাতে সৃষ্ট মানুষ
জাত সৃষ্ট নয়,
কিছু স্বার্থপরের স্বার্থপূরণে
জাতের অভ্যুদয়!

চাই না জাতের ধ্যান ধারণা
মানুষে মানুষে ঐক্য চাই,
সমতার সাথে ঐক্য গড়তে
জাতের কোন স্থান নাই।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।