‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যাব, ঠিকই ছিল।
গেলাম -
কিন্তু বন্ধ দরজা।
ফিরে এলাম।
ডাক পাবার অপেক্ষা ছিল।
এক এক মিনিট করে পেরিয়ে গেল,
এল না।
ফেরার পথে দরজা খোলা দেখে,
ঢুকে পড়লাম।
কিছুক্ষণ আগে সবকিছু শেষ হয়ে গেছে।
টেবিলে রয়েছে সদ্য প্রকাশিত বই,
হাত বাড়িয়ে তুলে নিলাম একটি।
'মোমিন পার্ক রহস্য।'