নিজস্ব সংবাদদাতাঃ 'জলঙ্গী' সাহিত্য পত্রিকা, জলঙ্গী সাংস্কৃতিক মঞ্চ, চিনুয়া সমাজকল্যাণ সোসাইটি, পশ্চিমবঙ্গ জলঙ্গী নদী বাঁচাও সমিতি ও ক্ষীরোদাময়ী গ্রামীণ পাঠাগারের যৌথ উদ্যোগে বিগত ২৪শে নভেম্বর, ২০২৪, রবিবার, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেডারেশন হল (মিলন মন্দির)-এ মহা আড়ম্বরে পালিত হয়ে গেল ১৮তম বার্ষিক আন্তর্জাতিক জলঙ্গী বাংলা গান ও কবিতা উৎসব।
কবিতাকেন্দ্রিক বহুমাত্রিক আলাপ উচ্চারণের অভিলাষে, সাম্য, মৈত্রী ও প্রগতির সমন্বয়ে এই মহতী আয়োজনে, গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপরে বিশিষ্ট অতিথিদের বরণ ও সম্মাননা প্রদান করা হয়। গঙ্গা, পদ্মা, জলঙ্গীর জলপূর্ণ তিনটি কলস উৎসব মঞ্চে স্থাপিত ও 'জলঙ্গী' পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। তারপর শুরু হয়ে যায় সারাদিনব্যাপী আলোচনা সভা, কবিতাপাঠ, সঙ্গীত, নৃত্য, শ্রুতি নাটক ও আবৃত্তি। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক আসেন, বিশেষ করে বাংলাদেশ থেকে একদল কবি, লেখক আসেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকেন উৎসব কমিটির পরিচালিকা চিন্ময়ী বিশ্বাস। সভাপতিত্ব করেন রামপদ বিশ্বাস, আইএএস (অবসরপ্রাপ্ত)।
শুভবিজয়া সম্মেলনী
নিজস্ব সংবাদদাতাঃ বিগত ২৩ অক্টোবর, বুধবার, বিকেল ৫টায় 'সিবি' ব্লক সমাজকক্ষে 'মনের মিলন'-এর উদ্যোগে আয়োজিত হয়ে গেল জমজমাট বিজয়া সম্মেলন। কবিতা, গান, গল্প, কথায় আসর ছিল মনকাড়া।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন 'সিবি' ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিশীথ চক্রবর্তী, সম্পাদক সৌমেন গোস্বামী, 'করুণাময়ী সমন্বয় সমিতি'র সভাপতি সুদীপ ধর ও শিল্পী মলয় দাস। স্তোত্র সহযোগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রীণা রায়। এরপর সুদীপ ধর তাঁর প্রয়াত মায়ের লেখা কবিতা 'আশ্চর্য বাসর' পাঠ করে শোনান। বেলা দেবীর লেখা 'বিকেলের রঙ' বইটি 'মনের মিলন'-এর সম্পাদিকা শ্যামা দাসের হাতে তুলে দেন। 'সমন্বয়' ওয়েব ম্যাগাজিনের সম্পাদক সুদীপ ধর ওই ম্যাগাজিনে প্রকাশিত বাংলাদেশের প্রতিষ্ঠিত লেখক হুমায়ূন কবীরের ছোট গল্প 'স্বামীর দ্বিতীয় বিয়ে' পাঠ করে শোনান। দুটি লেখাই শ্রোতাদের মনোরঞ্জনে সমর্থ হয়।
সঙ্গীতে যারা দর্শক, শ্রোতাদের মন মাতিয়ে দেন, তাঁরা হলেন জয়ন্ত মন্ডল, অনুরূপ রায়, মলয় রায়, চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও সৃষ্টিলেখা। এছাড়া সৃজন ঘোষের গীটার, মৌলি দাস ও সুবীর হালদারের আবৃত্তি ছিল অনবদ্য। হরবোলা শিল্পী জয়ন্ত দে-র পরিবেশনা ছিল অসাধারণ। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন শ্যামা দাস। পরিশেষে চিরাচরিত প্রথা মেনে সকলের জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়েছিল। উপস্থিত দর্শক, শ্রোতারা, বিশেষ করে 'সিবি' ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 'মনের মিলন'-এর এই শুভ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়। এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।