বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি-২
তারিখঃ ১৫/১১/২০২৩
অচিন্ত্য সাহার ধারাবাহিক উপন্যাস 'আমার মা' ডিসেম্বর সংখ্যা থেকে প্রকাশিত হচ্ছে।
বিশিষ্ট লেখক অচিন্ত্য সাহার 'আমার মা' উপন্যাসখানি নির্মিত হয়েছে তাঁর বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের আলো থেকে। এই উপন্যাসের ছত্রে ছত্রে উল্লেখ আছে একজন মা এবং মাতৃসমা মানুষের জীবন-যন্ত্রণার করুণ আর্তনাদ।
সহায়সম্বলহীন প্রৌঢ় মানুষগুলো আজকের দিনে কত অসহায় এবং তাঁরা এখনও নিজের সন্তানের কাছে একজন বাড়তি বোঝা ব্যতীত আর কিছুই নন। পাশাপাশি এমন অনেক মা আছেন যিনি বা যাঁরা নিজের গর্ভজাত সন্তানকে অন্যান্য সন্তানদের প্ররোচনায় বা জেদের বশে ত্যাগ করতে দ্বিধা করেন না। সেই বিতাড়িত বা উপেক্ষিত সন্তান কী ভয়াবহ জীবনসংগ্রামকে সঙ্গী করে জীবনে প্রতিষ্ঠিত হয় এবং তার মানবিক মূল্যবোধের তাগিদেই তার গর্ভধারিণীকে জীবনের শেষ কয়েকটি বছর নিজের কাছে রেখে আদর যত্নে লালন করে পিতার শেষ ইচ্ছেটাকে মর্যাদা দেয়, তার বিস্তারিত বিবরণ 'আমার মা' উপন্যাসে প্রতিফলিত হয়েছে।
এছাড়া বাংলাদেশের গ্রাম-গঞ্জের মানুষের সহজ সরল জীবনযাপনের ছবিও নিপুণ তুলিকায় চিত্রিত হয়েছে এই উপন্যাসে।
আশা করি পাঠক সমাজ এই উপন্যাসের মধ্যে সাম্প্রতিক সমাজের চিত্র আবিষ্কার করতে পারবেন। যোগ্য সন্তান থাকা সত্বেও একজন মায়ের জন্য যেন বৃদ্ধাশ্রম শেষ আশ্রয় না হয় - এই শপথের আলোকে নিজেকে আলোকিত করবেন।
বিজ্ঞপ্তি-১
তারিখঃ ২০/৩/২০২৩
'সমন্বয়'-এর আগামী মার্চ ২০২৩ সংখ্যাটি 'বিশেষ সংখ্যা' হিসাবে প্রকাশিত হতে চলেছে। থাকছে গত কুড়ি বছরে নদিয়া জেলা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য কিছু লিটল ম্যাগাজিন নিয়ে একটি বিশেষ প্রবন্ধ। লিখেছেন অমৃতাভ দে। এছাড়াও ধারাবাহিক ভ্রমণ কাহিনির পাশাপাশি থাকছে শিখা কুমার-এর লেখা আরও একটি ভ্রমণ কাহিনি। শুভাশীষ বন্দ্যোপাধ্যায় কৃত রবীন্দ্রনাথ-এর একটি কাব্যানুবাদের পাশাপাশি থাকছে নিয়মিত বিভাগ।
আশা করি আপনারা আমাদের ই-পত্রিকাটির পাশে থাকবেন ও আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আগ্রহী পাঠকদেরকে আমাদের ই-ম্যাগাজিনটি অনলাইনে শেয়ার করার অনুরোধ রইলো।
নবীন ও প্রবীণ লেখকদের সমন্বয়ে আমাদের ই-পত্রিকাটি আরও সমৃদ্ধশালী হবে এই আশা রাখি।
শুভেচ্ছা জানবেন।