ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত শব্দছক ১৪-এর সমাধান

 






শব্দছক ১৫



সূত্রঃ

পাশাপাশি

১) উঠোন
৩) সাদা
৫) এঁটে
৭) খাঁদা
৯) শুভ্র
১০) বন্ধুত্ব পাতানো
১২) ওজন
১৩) পদ্ম
১৫) জলপাত্র
১৬) রাত্রি
১৭) পা
 

উপর-নিচে

১) হেমন্তকালীন
২) নেই অর্থে '_ _ ভয়' (রবীন্দ্রনাথ)
৩) সম্পদ
৪) সুন্দর
৬) আরোগ্যশালা
৮) গুটিপোকার সুতো থেকে তৈরি কাপড়
৯) নর্মদা তীরে অবস্থিত গুজরাটের একটি শহর
১১) তমোগুণ সম্পর্কিত
১২) শিব
১৪) মর্যাদা
১৫) হাতি



[সমাধান আগামী সংখ্যায়]

 
* বিশেষ নোটঃ শব্দছকটির সম্ভাব্য সমাধান বাংলা হরফে পূরণ করার পর সেটির একটি Screenshot নিয়ে রাখুন। যাতে আগামী সংখ্যায় সমাধান প্রকাশিত হবার পর সেটি আপনি মিলিয়ে নিতে পারেন।

স্ক্রিনশট নেবার পদ্ধতি -

পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ-এ স্ক্রিনশট নিতে হলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ-এর কি-বোর্ডে ‘PrtScSysRq’ button-টি একবার টিপুন। তারপর ‘Microsoft Paint’ Software-টি open করে স্ক্রিনশটটি ‘Paste’ করুন। তারপর ছবিটি মেশিনে ‘Save as’ করুন ‘JPG’ format-এ।

অ্যান্ড্রয়েড (Android) সেলফোন-এ স্ক্রিনশট নিতে হলে আপনি ফোনের পাশে স্হিত ‘Volume Down’ button আর ‘Power’ button দুটি একসাথে চেপে থাকুন। তাহলেই মুহূর্তের মধ্যে স্ক্রিনশটটি মোবাইলের ফোল্ডারে save হয়ে যাবে।