শব্দছক ১৭
সূত্রঃ
পাশাপাশি
১) হে __ জয় তোমার করুণা।
৩) __ আমারো দাঁড়াও।
৫) __ রে তুঁহ মম শ্যাম সমান।
৬) __ দাহন বেলা।
৮) চলে এসো ঘরে __।
৯) তুমি __ রূপে এসো প্রাণে।
১১) __ একি সাজে এলে হৃদয় পুরমাঝে।
১৩) দুই হাতে কালের __ যে সদাই বাজে।
১৪) জন __ মন অধিনায়ক।
১৫) __ মম বিকশিত করো।
১৭) __ রাতের ঐ গগনের।
২০) __ কোলে রোদ হেসেছে।
২১) নাই __ দারুন দাহন বেলা।
২৩) এবার __ করে দাও হে তোমার মুখর কবি রে।
উপর-নিচে
২) ____মধুর হল আজি।
৪) __ রবি উঠল হাসি।
৫) নয় নয় যে __ খেলা।
৬) __ অগ্নি বাণে রে।
৭) __ ভুলানো এলে।
৮) __ তুমি পথিক যেন গো।
১০) কখন যে __ গেল।
১১) __ মম কে আসিলে হে।
১২) __ আনন্দ যজ্ঞে।
১৫) __ চাহি রয়।
১৬) __ আনন্দ তরঙ্গ জাগে।
১৮) আজি যে __ যায়।
১৯) __ মম হরেছ প্রভু।
২২) আজি __ নাহি নিদ্রা।
[সমাধান আগামী সংখ্যায়]
নির্মাণঃ উত্তরা নিয়োগী
* বিশেষ নোটঃ শব্দছকটির সম্ভাব্য সমাধান বাংলা হরফে পূরণ করার পর সেটির একটি Screenshot নিয়ে রাখুন। যাতে আগামী সংখ্যায় সমাধান প্রকাশিত হবার পর সেটি আপনি মিলিয়ে নিতে পারেন।
স্ক্রিনশট নেবার পদ্ধতি -
● পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ-এ স্ক্রিনশট নিতে হলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ-এর কি-বোর্ডে ‘PrtScSysRq’ button-টি একবার টিপুন। তারপর ‘Microsoft Paint’ Software-টি open করে স্ক্রিনশটটি ‘Paste’ করুন। তারপর ছবিটি মেশিনে ‘Save as’ করুন ‘JPG’ format-এ।
● অ্যান্ড্রয়েড (Android) সেলফোন-এ স্ক্রিনশট নিতে হলে আপনি ফোনের পাশে স্হিত ‘Volume Down’ button আর ‘Power’ button দুটি একসাথে চেপে থাকুন। তাহলেই মুহূর্তের মধ্যে স্ক্রিনশটটি মোবাইলের ফোল্ডারে save হয়ে যাবে।