শব্দছক ১৮
সূত্রঃ
পাশাপাশি
১) জাঁক, আড়ম্বর
৫) হাঁসের ডাক
৭) অধিবাস
৯) বলেন
১০) বায়স
১১) অন্যের, কাজের সঙ্গে নিজের কাজের সঙ্গতি রাখা
১৩) একটি ভারতীয় ভাষা
১৪) বিষধর সাপ
উপর-নিচে
১) রীতি
২) দয়ালু
৩) জীবদেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী কোমল অংশ
৪) খারিজ
৬) খ্যাতনামা
৮) নমনীয় পদার্থের আন্দোলনের ভাব
১০) বিপদ করা
১১) পরিত্রাতা
১২) ভক্ষিত
১৩) বচন
[সমাধান আগামী সংখ্যায়]
* বিশেষ নোটঃ শব্দছকটির সম্ভাব্য সমাধান বাংলা হরফে পূরণ করার পর সেটির একটি Screenshot নিয়ে রাখুন। যাতে আগামী সংখ্যায় সমাধান প্রকাশিত হবার পর সেটি আপনি মিলিয়ে নিতে পারেন।
স্ক্রিনশট নেবার পদ্ধতি -
● পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ-এ স্ক্রিনশট নিতে হলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ-এর কি-বোর্ডে ‘PrtScSysRq’ button-টি একবার টিপুন। তারপর ‘Microsoft Paint’ Software-টি open করে স্ক্রিনশটটি ‘Paste’ করুন। তারপর ছবিটি মেশিনে ‘Save as’ করুন ‘JPG’ format-এ।
● অ্যান্ড্রয়েড (Android) সেলফোন-এ স্ক্রিনশট নিতে হলে আপনি ফোনের পাশে স্হিত ‘Volume Down’ button আর ‘Power’ button দুটি একসাথে চেপে থাকুন। তাহলেই মুহূর্তের মধ্যে স্ক্রিনশটটি মোবাইলের ফোল্ডারে save হয়ে যাবে।