জুন সংখ্যায় প্রকাশিত শব্দছক ১৮-এর সমাধান

 






শব্দছক ১৯



সূত্রঃ

পাশাপাশি

১) বিষ্ণু ও হরি
৫) তারপর কী
৭) মাপকারী
৯) রূপকথায় বর্ণিত বড়ো কাল্পনিক পাখি
১০) লেপন করা
১১) নানাবিধ খাতা
১৩) তুমুল ঝগড়া
১৪) আমগাছ

উপর-নিচে

১) সিংহ
২) অবাক
৩) রত্ন
৪) ব্রহ্মের ভিত্তিভূমি
৬) জরির কাজ করা রেশমি কাপড়
৮) হাতুড়ি
১০) মায়ের বাবা
১১) খারিজ
১২) মাকু
১৩) ছেঁড়া
[সমাধান আগামী সংখ্যায়]
* বিশেষ নোটঃ শব্দছকটির সম্ভাব্য সমাধান বাংলা হরফে পূরণ করার পর সেটির একটি Screenshot নিয়ে রাখুন। যাতে আগামী সংখ্যায় সমাধান প্রকাশিত হবার পর সেটি আপনি মিলিয়ে নিতে পারেন।

স্ক্রিনশট নেবার পদ্ধতি -

পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ-এ স্ক্রিনশট নিতে হলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ-এর কি-বোর্ডে ‘PrtScSysRq’ button-টি একবার টিপুন। তারপর ‘Microsoft Paint’ Software-টি open করে স্ক্রিনশটটি ‘Paste’ করুন। তারপর ছবিটি মেশিনে ‘Save as’ করুন ‘JPG’ format-এ।

অ্যান্ড্রয়েড (Android) সেলফোন-এ স্ক্রিনশট নিতে হলে আপনি ফোনের পাশে স্হিত ‘Volume Down’ button আর ‘Power’ button দুটি একসাথে চেপে থাকুন। তাহলেই মুহূর্তের মধ্যে স্ক্রিনশটটি মোবাইলের ফোল্ডারে save হয়ে যাবে।