“'সমন্বয়' জুন সংখ্যা প্রায় পুরোটাই পড়ে ফেললাম মাত্র একদিনে। কেতকীপ্রসাদ রায় ও চিরঞ্জীব হালদারের কবিতা মনে দাগ কাটলো। ভালো লাগলো। 'উড়ান' ও 'একাকিত্বের নি:সঙ্গতা' গল্পদুটি ভালো লাগলো। সুবল দত্তর বিজ্ঞান নির্ভর ধারাবাহিক পত্রিকাটি নিয়মিত পড়ার উৎসাহ জাগাল। চিত্তাকর্ষক ছবি আর শিবশঙ্করের খাবার হোটেলের বর্ণনায় মন্দারমণি হাতছানি দিল আয় আয়। বিবিধ-র রচনাটি বসিয়ে দিল সত্তর দশকের রেডিয়োর পাশে যখন ময়দান কাঁপাচ্ছে ইস্ট-মোহন।
সব মিলিয়ে, ভালো পত্রিকা।
তবে একটি অনুরোধঃ কম খ্যাত লেখকদের বই-এর আলোচনা যদি করা যেত...“